জিপিতে মেগাবাইটের মেয়াদ বাড়াতে পারছেন না 1.17 পয়সায়।এবার মেয়াদ বাড়ান নতুন নিয়মে।

সবাইকে শুভ সকাল জানিয়ে আমার আজকের পোষ্টটা লিখতে যাচ্ছি। আসাকরি আপনারা সবাই ভালো আছেন আর প্রযুক্তির সাথে নিজেকে বেশ ভালোই রাখছেন।
বর্তমানে জিপি সিমে মেগাবাইটের মেয়াদ আর আগের তমো বাড়ানো যায় না। তাই আজকে নতুন একটা নিয়ম আপনাদের কে বলব। তার আগে আপনাদেরকে বলি যদি কেউ আগে এরম পোষ্ট করে থাকে তাহলে ক্ষমা করবেন।
নতুনভাবে মেগাবাইটের মেয়াদ বাড়তে যদি চান তাহলে আপনি ২টা অপশনে বাড়াতে পারবেন একটা ৯টাকায় ১৪ দিন আরেকটা ১৫ টাকায় ২৮ দিন।
৯ টাকায় ১৪ দিনের মেয়াদ বাড়াতে হলে ডায়াল করতে হবে *5000*8*1*3# তারপর আপনি যদি Autorenew চান তাহলে 1 চাপুন এবং হলে Autorenew না চাইলে 2 চাপুন।এবার *566*10# ডায়াল করে দেখুন মেয়াদ 14 দিনে বেড়ে গেছে।
১৫ টাকায় ২৮ দিন মেয়াদ বাড়াতে হলে ডায়াল করতে হবে *5000*8*1*4# তারপর আপনি যদি Auto renew চান তাহলে 1 চাপুন এবং হলে Auto renew না চাইলে 2 চাপুন। এবার *566*10# ডায়াল করে দেখুন মেয়াদ 28 দিনে বেড়ে গেছে।


(প্রযুক্তিডানা)

জিপিতে মেগাবাইটের মেয়াদ বাড়াতে পারছেন না 1.17 পয়সায়।এবার মেয়াদ বাড়ান নতুন নিয়মে। জিপিতে মেগাবাইটের মেয়াদ বাড়াতে পারছেন না 1.17 পয়সায়।এবার মেয়াদ বাড়ান নতুন নিয়মে। Reviewed by Unknown on ১২:০২ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.