“বাংলা শর্টকাট টেকনিক শর্ট টেকিনিকে কাজী নজরুল ইসলামকে মনে রাখুনঃ
{{eshi}}কাব্যঃ সাম্যবাদী* ও *সর্বহারা* সঞ্চিতা * সন্ধ্যায়* চক্রবাক *নতুন চাঁদ দেখে *ছায়ানটে* অগ্নিবীণা* ও *বিষের বাশী শুনে* শেষ সওগাতে মনের* জিঞ্জির ভেঙ্গে *সিন্ধু- হিন্দোল হয়ে* মরুভাস্করে হারিয়ে যায়।
{{eshi}}নাটকঃ আলেয়া* ও *মধুবালা* ঝিলিমিলি শাড়ি পড়ে *নির্ঝর* ও *সাত ভাই চম্পাকে নিয়ে* পুতুলের বিয়েতে যায়।
{{eshi}}পত্রিকাঃ ধুলাগন (ধু-ধুমকেতু, লা- লাঙ্গল, গ-গণবাণী, ন-নবযুগ)
{{eshi}}উপন্যাসঃ কুহেলিকা *মৃত্যুক্ষুধায় *বাধনহারা।
{{eshi}}গল্পঃ শিউলিমালা *রিক্তের বেদনে *ব্যথার দান করতে চায়।
——- শর্টকাট টেকনিকে বেগম রোকেয়াকে মনে রাখুনঃ বেগম রোকেয়ার পদ্মরাগ উপন্যাসে *অবরোধবাসিনী *ডেলিসিয়া হত্যা হওয়ায় *মতিচুর ও *সুলতানার স্বপ্ন ভেঙ্গে যায়। (সবগুলো প্রবন্ধ) (পদ্মরাগ- উপন্যাস)
———- শর্ট টেকনিকে কবি সুফিয়া কামালঃ *আমাদের কালে *উদাত্ত পৃথিবীর *অভিযাত্রিক ও *মায়া কাজল *সাঝের মায়ার বেলায় *কেয়ার কাটা ও *যাদুদের সমাধি পার হয়ে *ইতল বিতল ও *নওল কিশোরের দরবারে *মন ও জীবন দিয়ে *একাত্তরের ডায়েরী পড়ে। (সবগুলো কাব্য) (কেয়ার কাটা-গল্প) (একাত্তরের ডায়েরী-স্মৃতিকথা)।
———- শর্টকাটে কিশোর কবি সুকান্তকে মনে রাখুনঃ
{{eshi}}কাব্যঃ *হরতালের *পূর্বাভাসে’ সুকান্তের *ঘুমনেই, তাই *মিঠেকড়া *অভিযান হতে *ছাড়পত্র(১ম)পেত ে *গীতিগুচ্ছ গাইতে থাকে।
————- মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো মনে রাখার টেকনিকঃ পাঞ্জেরী আঠারো বছর বয়সে সোনার জীবন কবর দিল
{{eshi}}পাঞ্জেরী- পাজ্ঞেরী
{{eshi}}আঠারো বছর বয়সে-আঠারো বছর বয়স,
{{eshi}}সোনার – সোনার তরী,
{{eshi}}জীবন- জীবন বন্দনা
{{eshi}}কবর- কবর। (আমার পূর্ব বাংলা – গদ্য ছন্দে রচিত। বাকী সব অক্ষরবৃত্ত)
————- ——- টেকনিকের মাধ্যেমে জীবনানন্দ দাসের (বরিশাল;১৮৯৯-১৯৫৪) কাব্যগ্রন্থগুলোঃ [‘মহাপৃথিবী’র এই ‘রূপসী বাংলার ‘বনলতা সেন’ ‘সাতটি তারার তিমির’ রাত্রিতে ‘বেলা অবেলা কালাবেলায় ‘ধূসর পান্ডুলিপির’ মত ‘ঝরে পড়ল’।]
{{eshi}}মহাপৃথিবীর ___মহাপৃথিবী।
{{eshi}}রূপসী বাংলার___রূপসী বাংলা।
{{eshi}}বনলতা সেন___লবনলতা সেন।
{{eshi}}সাতটি তারার তিমির___সাতটি তারার তিমির।
{{eshi}}বেলা অবেলা কালাবেলায়___বেল া অবেলা কালাবেলা।
{{eshi}}ধূসর পান্ডুলিপির___ধূসর পান্ডুলিপি।
{{eshi}}ঝরে পড়ল___ঝরা পালক(প্রথম কাব্যগ্রন্থ)।
বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:“
কোন মন্তব্য নেই: