স্পেশাল পোস্ট :বিসিএস পরিক্ষার্থীদের জন্য


ছাত্রাবস্থায় থেকেই বিসিএস +ব্যাংক জব এর প্রস্ততি নেয়া উচিত, বিশেষ করে যারা অনার্স ২য়,৩য় বর্ষ এ লেখাপড়া করছো। আজকে তোমাদের জন্য কিছু টিপস এবং বই এর নাম শেয়ার করবো যা বিসিএস, ব্যাংক জব সহ সব ধরনের
জবের জন্য খুবই প্রয়োজনীয়-
→ প্রথমত, সবকিছুর উপরে আগে জানা উচিত চাকরীর পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসে। জগতের সব টপিক্স পড়ার চেয়ে, আগে জানা দরকার কি কি জিনিস পড়া লাগবে না।
.
→ এই কারণেই প্রথম দরকার "জব সলিউশন" টাইপের বই। যেমন "প্রফেসরস জব সলিউশন", এখানে গত ৫-১০ বছরের
বেশীর ভাগ সরকারী চাকরীর প্রশ্ন দেয়া আছে। এটা দেখে আইডিয়া নেয়া যায় কি কি পড়বে, কিভাবে পড়বে, আর কি কি পড়বে না।
.
→ একটা ইংলিশ পত্রিকা , একটা নোট খাতা, একটা মোবাইল ডিকশানারি অ্যাপস বা বাংলা একাডেমীর ডিকশনারি। প্রথম দিকে ইংলিশ পত্রিকা পড়লে মনে হবে মাথার উপর ঝড় বয়ে যাচ্ছে।।আস্তে আস্তে ঠিক হবে। যেসব শব্দ পারো না, সব খাতায় লিখতে থাকো, মুখস্ত করতে থাকো।
.
→ দুই বছর পরে দেখবে তুমি ইংলিশে বস, মাত্র মাসিক ৩০০ টাকা খরচে ইংলিশ গুরু। সাথে কোন একটা পোলাপান লেভেলের মানে স্কুলের গ্রামার বই পড়তে থাকো। মসজিদে আদব নিয়া ঘুমাইলে সেই সময়টায় তুমি সওয়াব না পাও, পাপ তো হবে না টাইপের।
.
→ আর ম্যাথ এর জন্য দরকার একটা টিউশনি। ক্লাশ ৫-৮ এর ছাত্রকে ম্যাথ পড়াও। টিউশন না থাকলে ঐ ক্লাশের বই এনে বাসায় বসে পড়া শুরু করো।
.
→ টাকা পয়সা বেশী থাকলে "MP3" সিরিজ ও ওরাকলের এক সেট বই কিনে টেবিলে সাজিয়ে রেখে দাও মাঝে মাঝে চোখ বুলাও। ভাল ভাল লেখকদের বই পড়ো, উপন্যাস, গল্প, নাটক, কবিতা সব পড়ো। যে বই পড়তে জানে না, সে অন্ধ। যে বই ভালোবাসে না, সে ভালোবাসাই জানেনা।
→ আরো যেসব বই দরকার...
.
১. বাংলাঃ সৌমিত্র শেখরের "বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা" বইটা অবশ্যই দরকার। হুমায়ুন আজাদের "লাল নীল দীপাবলি" বইটা মজা করে পড়ো, খুব সুন্দর ভাষায় বাংলা সাহিত্যের ইতিহাস লেখা আছে।
.
→ ব্যাকরণের জন্য নাইন-টেনের "বাংলা ব্যাকরন" বই এর উপরে কিছু নেই।
.
→ আর সাথে জব সলিউশন/প্রফেসরস +ওরাকল+ MP3 তো আছেই।
. .
২. ইংরেজিঃ "English for competitive exams" হল ইংলিশের চোতা টাইপের বই। এক বইএ পুরা চাকরীর পরীক্ষার ইংলিশ লিখে রাখছে।
. → গ্রামারের জানতে চাইলে বেস্ট বই হচ্ছে "Cliffs TOEFL" বা ব্যারনস এর গ্রামারে এত্ত সুন্দর করে গ্রামার লেখা বই খুব কমই আছে। "wren & martin" ও কেনা যায়।
. → “professors MCQ Reviews” বইটাও কাজের জিনিস। ইংরেজি জার্নাল এর বিভিন্ন আর্টিকেল অর্থ করে পড়লেও
কাজে দিবে।
.
. ৩. সাধারন জ্ঞান(বাংলাদেশ + আন্তর্জাতিক):
"MP3"+প্রফেসরস+ওরাকল সিরিজের যে বই গুলা বাসায় ছিল, সেগুলো ঝাড়ফুঁক দিয়ে পড়তে বসে যাও। মাসের কারেন্ট অ্যাফেয়ার্স/ ওয়ার্ল্ড কিনে টেবিলের কোণায় রাখো।
.
→ পত্রিকায় দেশের জ্ঞানী গুনীরা "সম্পাদকীয়"-তে অনেক রসকস বিহীন কথাবার্তা লিখে রাখেন। গিলতে গেলে তিতা লাগবে জেনেও গিলতে থাকো, তিতা হইলেও কাজের জিনিস।
.
→ ক্লাশ নাইনের সমাজ বইটা থেকে নিজের স্মৃতিগুলো রোমন্থন করে নিতে পারো। সব স্মৃতি কষ্টের হয় না, কিছু স্মৃতি লাভের ও হয়, বুঝে যাবে।
.
.
৪. গণিতঃ ক্লাশ ৫-৮ এর ছাত্র/ছাত্রী না হয় ফ্রী পড়ালে। ম্যাথ সবাই কম বেশী পারে, জানা দরকার কে সবচেয়ে কম সময়ে
পারে। প্রেম সবাই করতে পারে, বিয়ে কয়জনে করতে পারে টাইপের।
.
→ ম্যাথ এ আরো ভাল করতে চাইলে আরিফুর রহমান এর “শর্টকার্ট ম্যাথ” বইটা বিশাল কাজের জিনিস। বাকি যা আছে তা আস্তে ধীরেই হয়ে যাবে। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
স্পেশাল পোস্ট :বিসিএস পরিক্ষার্থীদের জন্য স্পেশাল পোস্ট :বিসিএস পরিক্ষার্থীদের জন্য Reviewed by Unknown on ৩:২০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.